Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাঁধা

ঝালকাঠিতে বিএনপির মৌন মিছিলে পুলিশের বাঁধা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গুমের স্বীকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মুখে কালো কাপর বেঁধে মৌন মিছিল করেছে বিএনপি। বুধবার সকাল ১০ টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামন থেকে মৌন মিছিল বের হয়ে কালীবাড়ি সড়ক হয়ে সাধনার মোড় প্রদক্ষিণ করে সামনে গেলে পুলিশ বাঁধা দেয়। পরে সেখানে মৌন মিছিল শেষ করে বিএনপি। এসময় জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বক্তব্য রাখেন। তিনি মৌন মিছিলে পুলিশের বাঁধার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি বিরোধী মতের গুম হওয়া নেতাকর্মীদের ফেরৎ ও খালেদা জিয়াসহ রাজবন্দীদের মুক্তি দাবি করেন তিনি।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ শতাধিক নেতা-কর্মী মৌন মিছিলে অংশ নেয়।
ঝালকাঠি থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন, মিছিল নিয়ে শহরের মধ্যে বের হওয়ার অনুমতি ছিল না। তাই মিছিলটি ফায়ার সার্ভিস মোড়ে আটকে দেওয়া হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …