স্টাফ রিপোর্টার :
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার সকালে শহরের সরকারি মহিলা কলেজের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হেসেন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামিম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম লিটন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু।
সমাবেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য উন্নয়নের নামে লুটপাট এবং দুর্নীতিকে দায়ী করে অবিলম্বে সব সকল পণ্যের দাম কমানোর দাবি জানানো হয়। অন্যথায় দেশের সাধারণ মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলে সরকারের বিদায় ঘটানো হবে বলেও জানান বিএনপি নেতৃবৃন্দ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …