স্টাফ রিপোর্টার :
স্বাধীনতা দিবসে মানুষ হত্যা ও পুলিশি হামলার ঘটনায় ঝালকাঠিতে প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরের ফায়ার সার্ভিসমোড়ে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও পুলিশের বাধার কারণে তা করতে পারেনি।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য রফিকুল ইসলাম জামাল, মনিরুল ইসলাম নুপুর ও জেলা যুবদল নেতা শামীম তালুকদার।
বক্তারা অভিযোগ করেন, উপজেলা থেকে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের শহরে ঢুকতে দেয়নি পুলিশ। বিভিন্ন খেয়াঘাটের ট্রলার বন্ধ করে দেওয়া হয়। সমাবেশ করতে না দেওয়ায় সরকার ও পুলিশের সমালোচনা করে এর তীব্র নিন্দা জানান বক্তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …