স্টাফ রিপোর্টার :
‘সকলের প্রচেষ্টায় গড়ে তুলি বাল্যবিয়ে মুক্ত সমাজ’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে বাল্যবিয়ের প্রাদুর্ভাব পর্যালোচনা এবং পদক্ষেপ গ্রহণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার ও প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। সভায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে বাল্যবিয়ে মুক্ত করার বিষয়ে নানা পদক্ষেপের ওপর একটি ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। এতে সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ও মাল্টিপার্টি অ্যাডভোকেটি ফোরামের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বাল্যবিয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ, করোনাকালে নো মাস্ক নো সেল বিষয়ে ভ‚মিকা রাখায় সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেবা দেওয়ায় জেলা অ্যাডভোকেট সাকিনা আলম লিজাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত মাল্টিপার্টি অ্যাডভোকেটি ফোরাম (এমএএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমএএফ’র আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, মাষ্টার ট্রেইনার নুরুল আমিন সুরুজ, খসরু নোমান, হাবিবুর রহমান হাবিল, এসআর মানিক, রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সাকিনা আলম লিজা ও কে এম জুয়েল।সভায় জেলা প্রশাসকের মাধ্যমে বাল্যবিয়ে মুক্ত করতে পদক্ষে গ্রহণ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …