স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১ টায় শহরের টাউনহলের দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি খান আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক মজিবুল হক আকন্দ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজার করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. শহীদুল ইসলাম।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …