স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবলে (অনূর্ধ ১৭) সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় কেওড়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বেলা ১২ স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কেওড়া একাদশ ২-১ গোলে বাসন্ডা ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে কীর্ত্তিপাশা ইউনিয়ন একাদশ ৩-০ গোলে গাবখান ধানসিঁড়ি একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা ক্রীড়া সংস্থা সহযোগিতায় সদর উপজেলা পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …