স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদকসেবীকে আটক করেছে। রবিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন লিটু হোসেন (৫৯), কমল চন্দ্র শীল (৩৬) ও রেজাউর রহমান সোহেল (৩২)।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান জানান, ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। এসময় দুই বোতল ফেনসিডিলসহ লিটু ও কমলকে আটক করা হয়। লিটু শহরের ডাক্তারপট্টি ও কমল শীতলাখোলা এলাকার বাসিন্দা। এদিকে রাত সাড়ে ১০টার দিকে কালিজিরা সেতু এলাকায় অভিযান চালিয়ে রেজাউর রহমান সোহেলকে দুই বোতল ফেনসিডিলসহ আটক করে ডিবি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …