Latest News
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ।। ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয়জন বহিস্কার, চার জনের আশি হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয়জন বহিস্কার, চার জনের আশি হাজার টাকা জরিমানা

মো. শাহীন আলম :
ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোনে ডিভাইস ব্যবহার করার দায়ে ছয় পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও চারজনকে ২০ হাজার টাকা করে জরিমানা, পরিশোধ না করলে পাঁচ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার পরীক্ষা চলাকালে ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। দুপুরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান চার পরীক্ষার্থী।
জানাযায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মোহাম্মদ ফয়েজুল আলম দায়িত্বে ছিলেন। পরীক্ষা শুরু হলে কয়েকজন পরীক্ষার্থী মোবাইল ফোনে ডিভাইস ব্যাবহার করে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছিল। এসময় তিনি পাঁচ পরীক্ষার্থীকে বহিস্কার ও চারজনকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। এদিকে আবদুল ওহাবগাজী শিশু বিদ্যালয় থেকে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।