স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা মহামারির সময় যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল পাঁচটায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) ঝালকাঠি সদর উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে । এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির । বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের ঝালকাঠি সদর উপজেলা শাখার সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, পৌর কাউন্সিলর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর কাউন্সিলর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাফরিন ফারজানা শিমুল ও সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক মামুনুর রশীদ । দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা গোলাম মোর্শেদ । উল্লেখ্য করোনাকালীন সময়ে ঝালকাঠিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, শাখাওয়াত হোসেন, বাবুল সরকার, সহকারী শিক্ষক দেবদুলাল পাইক ও রাশিদা খানম মৃত্যু বরণ করে । এ ছাড়া প্রাথমিক শিক্ষকদের ২৭ জন আত্মীয় স্বজন মারা যান ।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …