স্টাফ রির্পোটার :
ঝালকাঠিতে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ সেমিপাকা ঘর পেয়ে হাসি ফুটেছে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে। ঝালকাঠিতে ৪২৩টি পরিবার পেয়েছে এই ঘর। এ উপলক্ষে আজ বুধবার ঝালকাঠির নলছিটি ও রাজাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়।
সরকারের আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় নির্মিত ৮২টি, রাজাপুরে ১৪১টি এবং নলছিটি উপজেলায় ২০০টি ঘর বিতরণ করা হয়। বুধবার (২২ মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে প্রধানমন্ত্রী জেলার দুটি উপজেলা নলছিটি ও রাজাপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরের চাবি জেলা প্রশাসক ফরাহ্ গুল নিঝুম উপকারভাগীদের হাতে তুলে দেন। এর পরপরই ভূমিহীন ও গৃহহীনরা নিজের আবাসস্থলে উঠতে শুরু করেছেন। উপহারের জমিসহ ঘর পেয়ে আনন্দিত তাঁরা। হাসি ফুটে উঠছে অসহায় এসব মানুষের মুখে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …