স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের আয়বর্ধক কর্মসূচির আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ফকির বাড়ি এলাকায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী প্রতিবন্ধীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। এ প্রকল্পের আওতায় রিকশা, ভ্যান, গরু-ছাগল বিতরণ ও মালামালসহ দোকান ঘরও তুলে দেওয়া হবে। পর্যায়ক্রমে ১০০জন প্রতিবন্ধী এ সহায়তা পাবেন। প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের সভাপতি ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বরিশাল বিভাগের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …