Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৫

ঝালকাঠিতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত ৫

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার পিপলিতা গ্রামে এঘটনা ঘটে।
আহতরা হলেন আবুল কালাম আজাদ (৭০), তাঁর ভাই আব্দুস সালাম (৬৫), কামাল হোসেন (৫৩), ছেলে রমজান খান (২৩) ও চাচাতো বোন মাকসুদা বেগম (৬০)।
আহতরা জানানা, পৈত্রিক জমিতে তাঁরা বসত ঘর তুলছিল। এসময় একই এলাকার মজিদ ডাকুয়া ও তাঁর ছেলে শাহীন ডাকুয়া ভাড়া করা লোকজন নিয়ে লাঠিসোটা দিয়ে হামলা চালায়। হামলাকারীদের ভয়ে এলাকার কেউ তাদের রক্ষার জন্য এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ঝালকাঠি সদর থানা পুলিশের একটি দল তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …