Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ঝালকাঠিতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায়জেলা জজ আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে কনফারেন্সে নবাগত পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, আতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুল রহমান ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাকিল খান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুলসহ চার থানার অফিসার ইনচার্জ, র‌্যাব, গোয়েন্দা সংস্থার জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠি জেলায় ২০১৯ সালের প্রথম ৫ মাসে ১৪১৭টি মামলা দায়ের হয়েছে। একই সময় ১৪০৯টি মামলা নিস্পত্তি হয়েছে। এসময় ২১৭৮টি গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ২০৫টি পরোয়ানা তামিল হয়েছে। আদালতে ৪৬৭ জন স্বাক্ষীকে হাজির করার নির্দেশের বিপরীতে পুলিশ ৪০৫ জন স্বাক্ষীকে আদালতে হাজির করতে পেরেছে।