Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ঝালকাঠিতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

স্টাফ রিপোর্টার :
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ঝালকাঠিতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে স্থানীয় পুলিশ লাইনসে নিহতদের স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। নিহতদের স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান (পিপিএম-সেবা)। পরে পুলিশ লাইনস মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে নিহতদের স্বজনরা উপস্থিত ছিলেন। পুলিশ কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, (পিপিএম-বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মোজাম্মেল হোসেন রেজা।