Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পিআইবির তিন দিনের অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

ঝালকাঠিতে পিআইবির তিন দিনের অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবাদপত্র শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান জলিল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদ, পিআইবি কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। প্রেস ক্লাব সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা দুলাল সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর ও যুগান্তর প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
এসময় বক্তারা অনুসন্ধানমূলক সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপুর্ণ দিক তুলে ধরে ধরেন। প্রশিক্ষক ছিলেন নিউ ইয়র্ক টাইমস’র স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক। ঝালকাঠি জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫জন সংবাদকর্মী প্রশিক্ষণে অংশ নেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …