Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে পাখি শিকার একজনের ৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে পাখি শিকার একজনের ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটির আমিরাবাদ গ্রামে পাখি শিকার করার দায়ে মো. নজরুল ইসলাম নামে এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ব্যক্তিগত এয়ারগান দিয়ে নজরুল ইসলাম একটি বক ও একটি ঘুঘু পাখি শিকার করেছিল। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল মুনসুর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই সাজা প্রদান করেন।
অন্যদিকে ভ্রাম্যমান আদালত ঝালকাঠি কলেজ রোডে অপরিচ্ছন্ন পরিবেশে হোটেল ব্যবসা চালানোর দায়ে একটি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা এবং একই এলাকায় একটি মিষ্টির দোকানকে ২ হাজার টাকা এবং পূর্ব চাঁদকাঠি এলাকায় একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা খানম ও মাসুমা আক্তার এবং মো. এজাজুল হক এ জরিমানার আদেশ দেন।