Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

ঝালকাঠিতে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে আশা সমম্বিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ঝালকাঠিতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সংস্থাটির কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন শিবলী। সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে রোগ নির্ণয় করে বিনামূল্যে ওষুধ বিতরণ ও ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়। প্রতিদিন নামমাত্র ২০ টাকা ফি দিয়ে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবে বলে ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন এইচএম জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, পৌর কাউন্সিলর হাফিজ আল মাহামুদ, আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদন ফজলুল হক, ডিভিশনাল ম্যানেজার মো. জসিম উদ্দিন, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদসহ আশার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …