Latest News
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ।। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলদুন্নবী পালিত

ঝালকাঠিতে পবিত্র ঈদে মিলদুন্নবী পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে রবিববার রাতে কেন্দ্রীয় ঈদগা ময়দানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। আমীরুল মুছলিহীন মাওলানা মো. খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ আহলে বাইত সিটি করপোরেশন জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরী।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি আখতারুজ্জামান, জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা গাজী শহিদুল ইসলাম ও কুতুবনগর আযীযিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, দেশ স্বাধীন হওয়ার পরই বঙ্গবন্ধু এদেশে প্রথম ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয় মর্যাদায় পালন শুরু করেছিলেন। তিনি এই দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেন। ১৯৭৩ সালে বায়তুল মোকাররম মসজিদে ঈদ-ই-মিলাদুন্নবী শুভ উদ্বোধন করেছিলেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী আজকেও অনুসরণ করছেন এবং সকল সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে ঈদ ই মিলাদুন্নবী পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, আমরা যার যার ধর্ম সে পালন করবো। কোন ধর্মের প্রতি বিদ্বেষ থাকা যাবে না। যারা ধর্মকে অপব্যাখ্যা করে, অপবিত্র করতে চায় তাঁরা কখনো ধর্মপ্রাণ মানুষ হতে পারে না। আইন দ্বারা কোন শাসন চলে না। আমরা যদি ধর্মীয় শাসন মেনে চলি, ধর্মে যে নির্দেশ আছে সেগুলো যদি মেনে চলি তাহলে কোন আইনের প্রয়োজন হয় না।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটির পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি পৌর এলাকার পূর্ব মালিপুর বাইতুস সালাম জামে মসজিদের নতুন কমিটি …