Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নৌকা থেকে বাসন্ডা নদীতে পড়ে বেঁদে সম্প্রদায়ের শিশু নিখোঁজ

ঝালকাঠিতে নৌকা থেকে বাসন্ডা নদীতে পড়ে বেঁদে সম্প্রদায়ের শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরতলীর নেছারাবাদ এলাকায় বেঁদে সম্প্রদায়ের নৌকা থেকে বাসন্ডা নদীতে পড়ে মো. হাসান নামের দেড় বছর বয়সের এক শিশু নিখোঁজ রয়েছে। রবিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিখোঁজ হাসান মো. মামুনের ছেলে।
নিখোঁজ হাসানের মা সুমি বেগম জানান, নৌকায়ই তাদের বসবাস। সকালে নৌকার মধ্যে বসে খেলছিল শিশু হাসান। হঠাৎ করে নদী পড়ে নিখোঁজ হয় সে। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। দুপুর তিনটা পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে জানান তিনি। উদ্ধার তৎপরতা অব্যহত রয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …