স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এ ¯েøাগানে জেলা প্রশাসনের উদ্যোগে আজ শোভাযাত্রা, আলোচনা সভা, অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়াসহ নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি কর্মকর্তা, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মী, রেডক্রিসেন্ট সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন শোভাযাত্রার নেতৃত্ব দেন এবং পরে ডিসি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। একই স্থানে ফায়ারসার্ভিসের উদ্যোগে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।