মিজানুর রহমান টিটু ও মো. শাহীন আলম :
রাত পোহালেই বাংলা সনের আরো একটি বছর। সূর্যদয়ের সাথে সাথে শুরু হবে নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে বরণ করতে নানা প্রস্তুতি নিয়েছে ঝালকাঠির প্রশাসনসহ শহরের বিভিন্ন সংগঠন। শনিবার সকাল ৬ টায় ঝালকাঠি শিশুপার্কের মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে প্রভাতি অনুষ্ঠানের মধ্যদিয়ে সূচনা হবে বর্ষবরণের মূল আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় ঝালকাঠির বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে বর্ণাঢ্য একটি মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। এছাড়াও রয়েছে পান্তা উৎসবসহ তিন দিনের বৈশাখী মেলা। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে সর্বস্তরের মানুষকে অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
এদিকে বাঙালী জাতির ঐতিহ্য নতুন বছরকে বরণ করতে প্রস্তুতি নিতে দেখাগেছে শহরের বিভিন্ন সংগঠনের সদস্যদের। বিশেষ করে কাঠপট্টি এলাকায় ‘শেকড়’ নামের একটি সংগঠনের সদস্যরা তাদের কার্যালয়ের আঙিনায় শোভাযাত্রার সৌন্দর্য বর্ধণের প্রস্তুতি হিসেবে শৈল্পিক কারুকর্মে ব্যাস্ত সময় পার করছেন। অপরদিকে সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের ব্যানারে বৈশাখী গান ও নৃত্য পবিবেশনের প্রস্ততি শেষ করেছে শহরের বেশ কিছু সংগঠন। এবারের বৈশাখী মেলায় অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে ব্যান্ড সংঙ্গীত পরিবেশনা। বৈশাখের দ্বিতীয় দিন ঝালকাঠি শিশু পার্কে ‘এ্যনটোনীম’ ব্যান্ড দল বাংলা সংস্কৃতি ধারার সংঙ্গীত পরিবেশন করবেন বলেও তারা তাদের প্রস্তুতি শেষ করেছে বলে জানিয়েছে ব্যান্ডদল কর্তপক্ষ।