স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়ক, সাধনার মোড়, কালিবাড়ি সড়কে পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের হাতে লিফলেট তুলে দেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। লিফলেট বিতরণে অংশ নেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও ছাত্রদল নেতা সৈয়দ আলী হাসান। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের বিভিন্ন সড়কে দাঁড়িয়ে পথচারীদের হাতে লিফলেট তুলে দেন। পরে দলীয় কার্যালয়ে সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। তিনি বলেন, সারাদেশে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বেড়েছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। তাই দেশ বাঁচাও, মানুষ বাঁচাও স্লোগানের মাধ্যমে আমরা জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছি। পাশাপাশি এ সরকারের পদত্যাগ দাবি করছি।