Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দুই জেলেকে এক মাস করে কারাদণ্ড

ঝালকাঠিতে দুই জেলেকে এক মাস করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সুগন্ধা ও বিষখালী নদীতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালত এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও অভিযানের সময় ২২ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ৩৮ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরার সময় রাজাপুরের আদাখোলা এখাকার বিষখালী থেকে দিপক বিশ্বাস ও মিঠুন সরকার নামে দুই জেলেকে আটক করা হয়। অভিযান টের পেয়ে জাল ফেলে অন্য জেলেরা পালিয়ে যায়। এ সময় জাল ও ইলিশ জব্দ করা হয়। আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও নুসরাত জাহান খান এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …