Latest News
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দিনব্যাপী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, অর্ধশত মামলা দায়ের

ঝালকাঠিতে দিনব্যাপী ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, অর্ধশত মামলা দায়ের

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্সসহ সবধরণের যানবাহনে বৈধ কাগজ সঙ্গে রাখার বিষয়ে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশে শনিবার দিনব্যাপী ঝালকাঠি বাসস্ট্যান্ড, কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এবং গাবখান সেতুর সংযোগ সড়কে সকল প্রকার ইঞ্জিন চালিত যানবাহনের কাগজপত্র যাচাই করেছ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। যাদের কাগজ ত্রুটিযুক্ত তাদেরকে মামলা দেওয়া হয় এবং যাদের কাগজ ত্রুটিমুক্ত তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। পৃথক ও স্থানে এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের, সদর ফাঁড়ির ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান, ট্রাফিক পরিদর্শক আদিল আকবর, ট্রাফিক উপপরিদর্শক শামসুদ্দিন আহম্মেদ, অতিরিক্ত ট্রাফিক উপপরিদর্শক মাসুদুর রহমান ট্রাফিক সার্জেন্ট শামসুদ্দিন, ট্রাফিক সার্জেন্ট আবদুল্লাহ আল মেহেদি হাসান, ট্রাফিক সার্জেন্ট তরিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট সুজন হাওলাদারসহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বেশিরভাগ মোটর সাইকেলে প্রয়োজনীয় কাগজ ও হেলমেট না থাকায় গতকাল ১ দিনে অর্থশত মামলা দেয়া হয়। পুলিশ সুপার জানান, গত এক মাস আগ থেকেই সপ্তাহের প্রতি শনিবার ঝালকাঠি ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। সড়কে যান চলাচলে বৈধ কাগজ সাথে রাখার বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।