Latest News
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ দিলেন পৌর মেয়র

ঝালকাঠিতে দরিদ্র মানুষের মাঝে শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ দিলেন পৌর মেয়র

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে গরিব ও অসহায় চার হাজার মানুষকে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। সোমবার শহরের কোর্টরোডে মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে দরিদ্র মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেন মেয়র। একই দিন তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর পক্ষ থেকে গরিব মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও চার হাজার মানুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে আমি পৌর এলাকার মানুষকে সবসময় সাহায্য সহযোগিতা করে আসছি। যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ মানুষকে সহযোগিতা করে যাবো।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …