Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ঝালকাঠিতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকেল তিনটায় শিশুপার্কে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। মেলার ৫০টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন প্রকল্প উপস্থাপন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠন অংশ নিচ্ছে। ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। ‘মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ এ প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম মজুমদার, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া।