স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন ড্রেজার চালককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী সোমবার রাতে তাদের কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মো. বশির গাজী।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে অভিযান চালানো হয়। রাতে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় তিনটি ড্রেজারে বালু উত্তোলন করার সময় তিন চালককে আটক করা হয়। এরা হলেন রাসেল খান, আমিনুল ইসলাম ও মো. মহসিন। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের ঝালকাঠি থানায় সোপর্দ করা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …