Latest News
শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ।। ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ঝালকাঠিতে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে তিনটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ জরিমানা করেন।
জানা যায়, শহরের রোনালসে সড়ক ও কালিবাড়ি সড়কের দুটি ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে এমআরপি না লেখা ও নকল এলইডি লাইট বিক্রির অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। পরে একটি রেস্তোরায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ করার দায়ে ৭ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। এছাড়াও বাজারে সয়াবিন তেল ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে কিনা, তা তদারকি করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …