স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রেজার মালিকদের সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও একজনকে তিন মাসের কারাদÐ প্রদান করা হয়। রবিবার রাত ১০টার দিকে সুগন্ধা নদীর কিস্তাকাঠি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অং ছিং মারমা।
এনডিসি অং ছিং মারমা জানান, সুগন্ধা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তেলন করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা। প্রশাসনের নজর এড়িয়ে তাঁরা রাতের বেলায় নদী থেকে বালু উত্তোলন করে নিয়ে যায়। খবর পেয়ে রবিবার দিবাগত রাতে সুগন্ধা নদীতে অভিযান চালানো হয়। এ সময় তিনটি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারের মালিকদের সাড়ে চার লাখ টাকা জরিমানা ও জাকির হোসেন নামে একজনকে তিন মাসের কারাদÐ প্রদান করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …