Latest News
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ।। ৬ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে তরুণ উদ্যোক্তাদের মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ শুরু

ঝালকাঠিতে তরুণ উদ্যোক্তাদের মাসব্যাপী ফ্রি প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার :
‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি’ এ স্লোগানে ঝালকাঠিতে শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা সৃষ্টির ফ্রি প্রশিক্ষণ। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ প্রশিক্ষণের আয়োজন করে। ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিসমোড়ে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে বুধবার থেকে প্রথম ব্যাচের এ প্রশিক্ষণ শুরু হয়। সকাল ১০টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মো. শামীম আহসান, উদ্যোক্তা মো. কামাল হোসেন, ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহ আলম শাহীন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু, বরিশালের প্রশিক্ষক আবরারুল হক, ঝালকাঠির প্রশিক্ষক মো. আরমান হোসেন। প্রশিক্ষণে ঝালকাঠি ২৫ জন তরুন উদ্যোক্তা অংশ নেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বিনিয়োগ বিকাশে লক্ষ্য অর্জনে উদ্যোক্তা সৃষ্টির এ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ঝালকাঠি জেলায় প্রতিমাসে ২৫ জন করে ১৫ মাসব্যাপী তরুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা ব্যবসা করার প্রক্রিয়া, ঋণ ও বীমা সুবিধা, আরজেএসসি নিবন্ধনসহ নানা ধরনের সহযোগিতা পাবেন বলে আয়োজকরা জানিয়েছেন।