Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে শহরে স্বাস্থ্য বিভাগের লিফলেট বিতরণ

ঝালকাঠিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে শহরে স্বাস্থ্য বিভাগের লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ডেঙ্গু সচেতনতা বাড়াতে শহরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তাঁরা যানবাহন চালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট তুলে দেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ছয়জন রোগী। এদের বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঝালকাঠি এসে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে এ জেলায় কোন মৃত্যু নেই। সচেতন থাকলেই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব জানান চিকিৎসকরা।
সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি এখনো ভালো আছে। এখন পর্যন্ত জেলায় ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। ২৪ ঘণ্টায় ছয়জন রোগী ভর্তি আছে। সচেতন থাকলে ডেঙ্গু পরিস্থিতি খারাপের দিকে যাবে না বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …