স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে ওষুধ দিয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক মো. জোহর আলী তাঁর কার্যালয়ের চারপাশে পরিচ্ছন্নতা ও মশক নিধনের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে স্থানীয় সুধিজনদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে ভিবিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পৌরসভার কর্মচারী, জেলা প্রশাসনের কর্মচারী ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেয়। শহর পরিচ্ছন্নতা কর্মসূচিতে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক, পৌর কাউন্সিলর তরুন কর্মকার ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল-মামুন খান ধলু, সহসভাপতি হাবিবুর রহমান হাবিল উপস্থিত ছিলেন।
সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার, ড্রেন পরিচ্ছন্ন, ঝোপ-ঝাড়-জঙ্গল পরিস্কার ও ফগার মেশিনের মাধ্যমে ওষুধ দিয়ে মশক নিধন করা হয়। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পৌর মেয়র।