Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে টি-২০ ক্রিকেট লীগ শুরু

ঝালকাঠিতে টি-২০ ক্রিকেট লীগ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে টি-২০ ক্রিকেট লীগ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন শিবলি। টি ২০ ক্রিকেট লীগে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থা এ লীগের আয়োজন করে।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি ও তুর্য্য এন্টারপ্রাইজের মধ্যে অনুষ্ঠিত হয়। ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে ১৯২ রান করে। জবাবে খেলতে নেমে তুর্য্য এন্টারপ্রাইজ সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। ১১০ রানে ঝালকাঠি ক্রিকেট কোচিং একাডেমি জয় পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংস্থার সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে সহসভাপতি তরুন কর্মকার, সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলসহ নির্বাহী কমিটির সদস্যরা ও ক্রিকেট খেলোয়াররা উপস্থিত ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …