স্টাফ রিপোর্টার :
প্রজনন মৌসুমে মা ইল টানা ২২ দিন নদীতে ইলিশ ধরা বন্ধ থাকায় ঝালকাঠির ২৫০ জেলে পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছেন রোটারী ক্লাব ঝালকাঠি। বুধবার বিকেলে সংগঠনের কার্যালয়ে জেলেদের হাতে এ সহায়তা তুলেদেন ক্লাবের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর (উত্তর) এর সহসভাপতি শামীম আহম্মেদ। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, চিনি, লবন, চা পাতা, গুড়া দুধের প্যাকেট ও নগদ অর্থ।
এ সময় জেলে সমিতির সভাপতি নবা মালো বলেন, মা ইলিশ ধরা বন্ধের শুরুর দিনেই এই সহায়তা আমাদের জেলে পরিবারদের বেশ উপকারে আসবে। রোটারী ক্লাব অব ঝালকাঠির সভাপতি শামীম আহম্মেদ বলেন, বিগত বছরেও আমি আমার সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করেছি, এবছরেও করছি, আগামীতেও করা হবে। জেলেদের সহায়তা প্রদান অনুষ্ঠানে রোটারীয়ানরা উপস্থিত ছিলেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …