স্টাফ রিপোর্টার :
কমিউনিটি স্কোরকার্ড বাস্তবায়ন এবং প্রজনন স্বাস্থ্য, জেন্ডারিভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে জেলা প্রশাসনের সাথে ‘দ্বিবার্ষিক পরামর্শ সভা’ করেছে ‘ইয়েস বাংলাদেশ’র জেলা কমিটি। প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বৃহস্পতিবার প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক পিয়ারা বেগম, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদার ছিলেন বিশেষ আলোচক। এছাড়া ওয়াই মুভস প্রজেক্টের কেন্দ্রীয় ভলান্টিয়ার সাফায়েত জামিল নওশান, ইয়েস এর জেলা ভলান্টিয়ার নয়ন তালুকদার ও এনসিটিএফের শিশু সাংবাদিক সিয়াম শেখ বক্তৃতা করেন। সভায় পরিবার পরিকল্পনা অধিদফতর ও প্ল্যানের ওয়াই মুভস প্রজেক্টের আওতায় কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা এর কিশোরী কমিউনিটি স্কোর কার্ড উপস্থাপন করা হয়। কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষে, জেলা প্রশাসন ও পরিবার পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …