Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাসাস’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঝালকাঠিতে জাসাস’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাসাস’র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তা ছিলেন সদস্যসচিব জাকির হোসেন রোকন। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি এস এম এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান। সম্মেলনের সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহŸায়ক লিয়াকত আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক হেলাল খান বলেন, এক দফা আন্দোলনে জাসাস নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এসব দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …