স্টাফ রিপোর্টার :
বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি, এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ সফল করার লক্ষে শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়, আগামীকাল রবিবার থেকে মৎস্য সপ্তাহ শুরু হবে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্রা ও ঝালকাঠি-২ আসনের সদস্য সদস্য আমির হোসেন আমু। সপ্তাহব্যাপী কর্মসূচিকে সফল করার আহ্বান জানান জেলা প্রশাসক।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …