Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালিত

ঝালকাঠিতে জাতীয় পার্টির গণতন্ত্র দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে জাতীয় পার্টি ‘গণতন্ত্র দিবস’ পালন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের পোস্ট অফিস সড়কের দলীয় কার্যালয়ে জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মাহবুবুর রহমান, যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলীম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক পার্টিস সভাপতি কবির হোসেন, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাশার, কৃষক পার্টির সভাপতি বেলায়েত হোসেন।
সভায় বক্তারা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে এনে, তা রক্ষার দাবি জানান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …