স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার।
সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারুণ্যের কন্ঠস্বরের সমন্বয়কারী হাফিজা আক্তার, ইউপি সদস্য মো. কবির হোসেন ইউপি ব্র্যাক জেলা সমন্বয়ক রিসান রেজা মো. সাহেদ ও সুজনের জেলা সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ।
সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …