Latest News
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / অর্থনীতি / ঝালকাঠিতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

ঝালকাঠিতে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের বরিশাল কর অঞ্চলের, সার্কেল-৫, শহরের একটি কনভেনশন সেন্টারে এ মেলার আয়োজন করে। শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহার আলী বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। পরে কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। বরিশাল কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আহম্মেদ সালেক এবং সহকারী কর কমিশনার আসাদুজ্জামান তালুকদার। করদাতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলায় ১৪টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে করদাতাদের রিটার্নফরম জমা দিতে সহায়তা করাসহ বিভিন্ন ধরনের সেব দেওয়া হচ্ছে। মেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।