Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন, ৪৩ জনকে জরিমানা

ঝালকাঠিতে চলছে কঠোর লকডাউন, ৪৩ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শুরু হয়েছে কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল থেকে মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে। এর মধ্যেও শহরে বিনা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছে মানুষ। তবে রিকশা ছাড়া কোন যানবাহন চলতে দিচ্ছে না পুলিশ। মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের টিম। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পরায় ৪৩ জনকে ১৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও আনছার বাহিনী শহরের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করছে। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে বাঁশ বেঁধে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …