স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কৃষকদের মাঝে ১০টি পাওয়ার থ্রেসার মেশিন (ধান মারাই করার যন্ত্র) বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় কৃষকদের ১০টি গ্রুপের মাঝে একটি করে এ মেশিন বিতরণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সদর উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি বিভাগ সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থ বছরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্ষুদ্র চাষীদের কৃষি সহায়তা প্রকল্পের আওতায় সদর উপজেলায় ৩০ ভাগ অংশদায়িত্বমূলে পাওয়ার থ্রেসার মেশিন দেওয়া হয়। এ মেশিন দিয়ে কৃষকরা ধান মারাই করতে পারবেন। কৃষির আধুনিক এ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দিন খান।