স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনার পরিস্থিতিতে লকডাউনের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ষ্টেশনরোডে অসীমাঞ্জলী ফাউন্ডেশনের উদ্যোগে দেড়শ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও ফাউন্ডেসনের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।
পরে সংগীত পরিবেশনের মাধ্যেমে ফাউন্ডেনের শিশু শিল্পীরা করোনা মহামারির ভয়াবহতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা করেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …