স্টাফ রিপোর্টার :
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দাঁড়িয়ে তিনি মানুষের হাতে লিফলেট তুলে দেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ কাজে সহযোগিতা করে স্থানীয় একটি সেচ্ছাসেবী সংগঠন দুরন্ত ফাউন্ডেশন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আক্তার ও দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক। এদিকে ঝালকাঠিতে এখন পর্যন্ত ৫ জন বিদেশ ফেরত ব্যক্তিকে নিজ ঘরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে তিনজন সৌদি প্রবাসী, একজন ইতালি ও একজন চীন প্রবাসী। তবে এরা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নয়, তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …