স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে প্রতিদিনই বাড়ছে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ। গত তিন দিনে বিভিন্ন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগেরকর্মী, পুলিশ, শিক্ষক, সাংবাদিকসহ জেলায় ৪৭৮ জন মানুষ টিকা নিয়েছেন। বুধবার সকাল থেকে সদর হাসপাতালসহ জেলার চারটি হাসপাতালের ১২টি বুথে টিকা নিয়েছেন দুই শতাধিক মানুষ। এসব অস্থায়ী কেন্দ্র থেকে টিকা নিয়ে সুস্থ আছেন সবাই। জেলায় এ পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন দুই হাজার ৪০৪ জন। এছাড়াও ৪০ বছরের বেশি বয়সী মানুষ জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে তালিকাভুক্ত করে টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। টিকা নিতে আসা কয়েকজন ব্যক্তি জানান, তাদের শরীরে টিকা পুশ করার পরে ৩০ মিটিন করে বিশ্রামে থেকেছেন। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তাঁরা প্রত্যেকেই ভাল ও সুস্থ আছেন। টিকা নিতে ভয়ের কিছুই নেই বলেও জানান তাঁরা।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। প্রথম দুই দিনের তুলনায় আজকে (বুধবার) টিকা নিয়েছেন প্রায় দ্বিগুন। সব শ্রেণির মানুষকে করোনার টিকা নিতে আহ্বান জানান তিনি।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …