স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে করোনভাইরাসে আক্রান্ত হয়ে তৈয়ব আলী (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধিন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার শুক্তাগড় গ্রামের বাসিন্দা। জ্বর, বুকে ব্যাথা ও শ্বাস কষ্ট থাকায় পরিবার লোকজন তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাঁর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে করোনা শনাক্ত হয়। এদিকে ঝালকাঠির কাঁঠালিয়ার বাসিন্দা আবদুর রহমান (৮০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে শনিবার রাতে তাঁর মৃত্যু হয়। জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শুক্রবার তাকে শেবাচিমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …