সর্বশেষ সংবাদ
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ।। ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রবীন আইনজীবী মমিন উদ্দিন খলিফার (৭০) মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। প্রবীন আইনজীবীর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। মমিন উদ্দিন খলিফা নাচনমহল গ্রামের মো. ইমরুল খলিফার ছেলে।
মমিন উদ্দিন খলিফার স্বজনরা জানায়, কয়েকদিন ধরে জ্বর ও কাশিসহ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন তিনি। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর পরীক্ষায় করোনা ধরা পরে। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। নলছিটিতে তিন মুফতির সমন্বয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন শাবাব ফাউন্ডেশন জোহর বাদ উপজেলার নাচনমহল গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন। এদিকে করোনা আক্রান্ত হয়ে প্রবীন আইনজীবীর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল ও সাধারণ সম্পাদক আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …