Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / খেলাধুলা / ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর মোহনায় ইকো পার্কে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসবের শেষ দিনে মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা ১৬ ঘোড়া অংশ নেয়। ঘোড়দৌঁড় দেখতে শত শত মানুষ ইকো পার্কে সমবেত হয়। প্রতিযোগিতায় কাঁঠালিয়া উপজেলার লাল মিয়া সিকদারের ঘোড়া প্রথম, বরগুনা জেলার রিপনের ঘোড়া দ্বিতিয় ও কাঁঠালিয়ার এনায়েত হোসেনের ঘোড়া তৃতীয় হয়েছে। জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেস্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সহসভাপতি খান আরিফুর রহমান।