স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন। সূর্যোদয়ের সাথে সাথে টাউন হলস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়।
সোমবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার।
সভা শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। অতিরিক্ত জেলা প্রশাসক লতিফা জান্নাতির সভাপতিত্বে সভায় সরকারি বেসরকারি কর্মকর্তারাব বক্তব্য দেন।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …