স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ‘বাংলাদেশের স্বাধীনতা’ র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক। অন্যদের মধ্যে নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মনিরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, মুক্তিযোদ্ধা দুলাল সাহা ও সত্যবান সেনগুপ্ত ব্যক্তব্য দেন। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পরে একটি শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …